বাঙলা প্রতিদিন ডেস্ক : রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা গত শনিবার (২৮ অক্টোবর) মধ্যযুগীয় কায়দায় যে নৃশংস, বর্বরোচিত হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানাই ‘বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম’ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
সোমবার (৩০ অক্টোবর) বাউবি’র বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ড. মো: শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জঘন্য এ হামলায় কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস, ব্যক্তিগত ও সরকারি গাড়ীতে আগুন, জানমালের ক্ষতি, পুলিশ বাহিনীর সদস্যকে হত্যা করে তারা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলেছেন, দেশের অর্থনীতির চাকা স্লথ ও গণতন্ত্রকে হুমকির মধ্যে ফেলতে মানুষ হত্যাকারী এই আগুন সন্ত্রাসী, খুনী দানবদের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানাচ্ছি।