300X70
শনিবার , ১০ ডিসেম্বর ২০২২ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

অতিরিক্ত সময়ে সেমিফাইনালে উঠার লড়াই করছে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১০, ২০২২ ৩:২১ পূর্বাহ্ণ

#শেষ মিনিটের নেদারল্যান্ডসের গোলে সমানে সমান হলো আর্জেন্টিনা
#নেদারল্যান্ডস ০২-০২ আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক, বাঙলা প্রতিদিন : শেষ মিনিটের নেদারল্যান্ডসের গোলে সমানে সমান হলো মেসির দল আর্জেন্টিনা। অতিরিক্ত দশ মিনিটের খেলা নেদারল্যান্ডসের চমকে ০২-০২ গোলে আবারো বাড়তি সময়ে গড়ালো নেদারল্যান্ডস-আর্জেন্টিনা ম্যাচ। এখন সেমি ফাইনালে ওঠার চেষ্টায় বাড়তি সময়ে খেলছে মেসির দল আর্জেন্টিনা।

এর আগে দুই গোলে এগিয়ে ছিল মেসির দল আর্জেন্টিনা। ম্যাচের ৭৫তম মিনিটে আরো একটি মেসির সুন্দর শর্টে ২য় গোলে যায় মেসির দল। ওদিকে, মেসির গোল করার ১০ মিনিটের মাথায় ৮৬তম মিনিটে মেসি দল আর্জেন্টিনাকে এক গোল শোধ দেয় নেদারল্যান্ডস। ফলে দুই-এক গোলে এগিয়ে কোটার ফাইনালে ওঠার টিকিট নিশ্চিত করার চেষ্টা করছিল মেসি দল আর্জেন্টিনা। পরে শেষ মিনিটে নেদারল্যান্ডস আরো একটি গোল শোধ দেয় মেসির দল আর্জেন্টিনাকে। বর্তমানে অতিরিক্ত সময়ে সেমি ফাইনালে উঠার লড়াই করছে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা।

তারও আগে ম্যাচের ৩৫তম মিনিটে মলিনার প্রথম গোলে এগিয়ে থাকার পর বিরতিতে যায় মেসির দল আর্জেন্টিনা। এরআগে আর্জেন্টিনাকে নেদারল্যান্ডস আটাকেই রেখেছিল। তবে লিওনেল মেসির এক মুহূর্তের কারিশমায় তালা ভাঙল আকাশি-সাদারা। তার বাড়ানো বলেই গোলটা করলেন নাহুয়েল মলিনা। বর্তমানে আর্জেন্টিনা এগিয়ে গেল ২-১ গোলে।

ডাচদের খেলার ধরনের কথা মাথায় রেখে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি একাদশে বড় পরিবর্তন এনেছিলেন। আর্জেন্টিনা সাধারণত ৪-৩-৩ ছকে খেলে থাকে। কিন্তু আজ লুসাইল স্টেডিয়ামের এই ম্যাচে দল নামে তিন সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে, ছকটা বদলে যায় ৩-৫-২ তে, একজন ফরোয়ার্ড কম নিয়ে মাঠে নামতে হয় আর্জেন্টিনাকে।

সেটা আর্জেন্টিনাকে কিছুটা রক্ষণাত্মক স্থিতি এনে দিলেও বাধ সেধেছিল আর্জেন্টাইনদের আক্রমণে। আর সব ম্যাচের চেয়ে আজ আক্রমণে খানিকটা পিছিয়েই ছিলেন মেসিরা।

গোলের অপেক্ষাটা যখন ক্রমেই বাড়ছিল, তখনই মেসির এক মুহূর্তের ঝলকে আর্জেন্টিনা পেয়ে যায় তাদের প্রথম গোল। ম্যাচের ৩৫তম মিনিটে মাঝমাঠে বল পেয়ে ছোট একটা ‘শোল্ডার ড্রপে’ মার্কারকে ছিটকে দিলেন, এরপর দারুণ এক বল বাড়ান বক্সে এগোতে থাকা মলিনাকে। গোলটা করতে ভুল করেননি তিনি।

এটি আর্জেন্টিনার জার্সিতে মলিনার প্রথম গোল, আর মেসির ক্যারিয়ারের সপ্তম বিশ্বকাপ অ্যাসিস্ট। মেসির সামনে এখন কেবল ডিয়েগো ম্যারাডোনা, বিশ্বকাপে রেকর্ড ৮ অ্যাসিস্ট করেছেন তিনি।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :