নিজস্ব প্রতিবেদকঃজানাজা ও জুমার নামাজকে কেন্দ্র করে অভিনব কায়দায় মোবাইল চুরি চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
তাঁদের কাছ থেকে তিনটি ল্যাপটপ, একটি মনিটর, সাতটি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের যন্ত্রাংশ ও মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত ১৬টি ডিভাইস জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় অবস্থিত এটিইউয়ের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এটিইউয়ের পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গত বুধবার রাজধানীর চানখাঁরপুল, জুরাইন বিক্রমপুর প্লাজা, জুরাইন বুড়িগঙ্গা সেতু মার্কেট, যমুনা ফিউচার পার্কসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বাহাউদ্দিন হোসেন মিজি ওরফে বাহার (৩৫), রমজান আলী (২৯), হামিম আহমেদ ওরফে হামিম (৩৪), আতিকুল ইসলাম (২৮), পারভেজ হাসান (১৮), মাসুদুর রহমান ওরফে মাসুদ (৩২), সাইফুল ইসলাম (২৮), ফয়সাল আহমেদ রনি (৩৪) ও মিল্লাত হোসেন (২৬)।