আনন্দ ঘর ডেস্ক : জনপ্রিয় অভিনেতা আলমগীর করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন।
তিনি নিজেই এ খবর নিশ্চিত করে বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহতায়ালার অশেষ রহমতে সুস্থ হয়ে বাসায় ফিরেছি। চিকিৎসকরা বাসায় যথেষ্ট সচেতনতার মধ্যে থাকতে পরামর্শ দিয়েছেন। বাইরে খুব কম বের হতে হবে এবং যত বেশি পারা যায় বিশ্রামে থাকতে হবে। আমিও যথাসাধ্য চেষ্টা করব চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।’
এ সময় অভিনেতা আলমগীর ডাক্তার ও নার্সদের আন্তরিক সেবার প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হন আলমগীর। সেখানে অধ্যাপক ডা. রাশেদুল হাসান কনক, ডা. হুমায়ূন কবির কল্লোল ও ডা. তানজিনা হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসা চলে আলমগীরের।
উল্লেখ্য, পারিবারিক টানাপড়েন, সামাজিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে সফল আলমগীর। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি