বাহিরের দেশ ডেস্ক : অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এ বছর দুজনকে। তারা হলেন যুক্তরাষ্ট্রের পল আর, মিলগ্রোম ও রবার্ট বি. উইলসন। নিলাম তত্ত্বের উন্নয়ন ও এর নতুন সংস্করণ উদ্ভাবনের কারণে তারা এই পুরস্কার জিতেছেন, যার প্রাইজমানি ১১ লাখ ডলার।
এ ঘোষণার মাধ্যমে শেষ হচ্ছে এবারের নোবেল পুরস্কারের পর্ব । আজ সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসে এবারের অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস বলেছে, ‘এই বছরের বিজয়ী পল মিলগ্রোম ও রবার্ট উইলসন গবেষণা করেছেন কীভাবে নিলাম কাজ করে। তারা অন্তর্দৃষ্টি দিয়ে পণ্য ও সেবার জন্য নতুন নিলাম সংস্করণ তৈরি করেছেন, যা প্রথাগত পদ্ধতিতে বিক্রি করা কঠিন হতো।’ তারা আরও যোগ করেছে, ‘এই উদ্ভাবন বিশ্বজুড়ে বিক্রেতা, ক্রেতা ও করদাতাদের উপকার করেছে।’
স্যার আলফ্রেড নোবেলের স্মরণে এই পুরস্কারটি ‘অর্থনীতি বিজ্ঞানে সেরিস রিক্স ব্যাংক পুরস্কার’ হিসেবে পরিচিত। প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৬৯ সাল থেকে ৫১ বার এই পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে বিজয়ীকে দেওয়া হবে প্রাইজমানি ও একটি স্বর্ণপদক।
২০১৯ সালে অর্থনীতিতে নোবেল জিতেছিলেন তিন অর্থনীতিবিদ। তারা হলেন- অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফলো ও মাইকেল ক্রেমার। তাদের মধ্যে অভিজিৎ ব্যানার্জি ভারতীয় বংশোদ্ভূত বাঙালি।
গত সোমবার (০৫ অক্টোবর) চিকিৎসায় নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এরপর মঙ্গলবার (০৬ অক্টোবর) পদার্থবিদ্যায়, বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আজ সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।