ভারত থেকে মনোয়ার ইমাম: অসম রাজ্যে থেকে বিজেপিকে উৎখাত করার হুুমকি দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। আজ ভারতের জাতীয় কংগ্রেস অসম প্রদেশ কংগ্রেস ডাকে নিন্ম অসম নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন অনেক হয়েছে, এবার অসম রাজ্যে থেকে বিজেপিকে উৎখাত করতে হবে। গত পাঁচ বছরে অসম উন্নয়ন তো হয় নি। বরং বেড়েছে সাম্প্রদায়িক দাঙ্গা ও গন্ডগোল। এন আর সি ও সি এন এন এ নিয়ে কেন্দ্রীয় সরকারের নিতীর প্রয়োগ যে অসম ফেরতে চায় বিজেপি তা অসম জনগণের প্রতিহত করতে। সেই সঙ্গে অসম ক্ষমতায় কংগ্রেস ও তার মিত্র জোট নিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যদি অসম রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসে উন্নয়ন দিয়ে পরিবর্তন করা হবে।
প্রয়োগ হবে না এন আর সি ও সি এন এন আইন। গরীব মানুষ মুখে হাঁসি ফোঁটাবার দায়িত্ব কংগ্রেস নেবে। এবং কৃষক শ্রমিক বিরোধী বিল প্রত্যাহার করা হবে আইন করে অসম। এই সভায় উপস্থিত ছিলেন অসম রাজ্যে সংসদ সদস্য গৈরব গোগৈই।সহ রাজো কংগ্রেস নেতা ও কর্মীরা।