বাহিরের দেশ ডেস্ক: অস্থিরতা তৈরির অভিযোগে আফগানিস্তানের রাজধানী কাবুলে গ্রান্ট বেইলি নামে এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
ব্রিটিশ পত্রিকা ডেইলি মিরর এক প্রতিবেদনে বলেছে, এনজিও কর্মী গ্রান্ট বেইলি কাবুলে নিখোঁজ ছিলেন।
পরে তালেবান সরকার জানায়, কাবুলে অস্থিরতা তৈরির অভিযোগে ওই ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাকে এ ব্যাপারে আফগান পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রান্ট বেইলিকে নিয়ে তারা তদন্তের নির্দেশ দিয়েছেন।
একইসঙ্গে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানে গ্রেফতার ওই ব্রিটিশ নাগরিকের পরিবারের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন। তাদের সব ধরণের সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
তালেবান ক্ষমতা দখলের পর এ বছরের সেপ্টেম্বরে আফগানিস্তানে আসেন ওই ব্রিটিশ নাগরিক।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আমরা অবাক হয়েছি গ্রান্ট বেইলির কাবুলে ফিরে আসার ঘটনায়।
কারণ বিদেশিরা যখন মরিয়া হয়ে আফগান ছাড়ছেন, তখন ব্রিটিশ ওই এনজিওকর্মী কাবুল এসেছেন