অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আইপিডিসি ফাইন্যান্সের কার্ডবিহীন ইএমআই সেবা ‘আইপিডিসি ইজি’ ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে গ্রাহকদের জন্য দিচ্ছে বিশেষ সুবিধা।
‘আইপিডিসি ইজি’ অ্যাপের মাধ্যমে ট্রান্সকম ডিজিটাল-এর যেকোনো শোরুম থেকে বিভিন্ন ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য যেমন: এসি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ওভেন, মিক্সার গ্রাইন্ডার ইত্যাদি কেনাকাটায় পাওয়া যাবে ৩০% পর্যন্ত ছাড়।
অফারটি নির্দিষ্ট পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য। ২৬ মার্চ ২০২৩ থেকে স্টক থাকা সাপেক্ষে এই রমজানের শেষ দিন পর্যন্ত অফারটি চলবে।
উল্লেখ্য, ‘আইপিডিসি ইজি’ দেশের প্রথম কার্ডবিহীন ইএমআই সুবিধা প্রদানকারী অ্যাপ যা ০% ইন্টারেস্টে পণ্য ক্রয়ের সুবিধা প্রদান করে। এই অ্যাপে কোনো হিডেন চার্জ নেই।