নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর কর্মসূচির দিনে আজ ঢাকায় শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ওই শান্তি সমাবেশ শুরু হবে। ইতোমধ্যে দক্ষিণ গেটের সামনে প্রস্তুত করা হয়েছে সমাবেশের মঞ্চ। সমাবেশে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। সমাবেশে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি।
গাজীপুর থেকে ৩০০ গাড়ির বহর নিয়ে সমাবেশে যোগ দেবেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এছাড়া ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকেও আওয়ামী লীগ নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। এদিকে সমাবেশকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।