আন্তর্জাতিক ডেস্ক : ভারতে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ সোমবার ভারতে উদযাপিত হবে না খুশির ঈদ। সোমবার পবিত্র রমজান মাসের শেষ রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। তারপর আগামীকাল মঙ্গলবার পালন করবেন খুশির ঈদ।
নয়াদিল্লির ফতেহপুরি মসজিদের ইমাম মুফতি মুকররম আহমেদ জানিয়েছেন, মসজিদের রুয়েত-ই-হিলাল কমিটি দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহারসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পেরেছে, রোববার সন্ধ্যায় কোনও জায়গা থেকেই চাঁদ দৃশ্যমান হয়নি।
ইমাম বলেন, ‘কোথাও চাঁদ দেখা যায়নি। তাই সোমবার রমজানের শেষ দিন হিসেবে গণ্য হবে এবং মঙ্গলবার পালিত হবে ঈদুল ফিতর।’ একই কথা জানিয়েছেন মারকাজি চাঁদ কমিটির প্রধান খালিদ রশিদ ফিরঙ্গি মাহালি।
সূত্র: আনন্দবাজার