নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : এমআরটি লাইন-৬ (মেট্রোরেল) এর উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের সিস্টেম ইনটিগ্রেশন করার জন্য আগামী ১৪ ও ১৫ অক্টোবর শনি ও রবিবার উত্তরা উত্তর হতে আগারগাঁও অংশের মেট্রো ট্রেনের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। যথারীতি শুক্রবারও মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে।
মেট্রোরেলে যাতায়াতকারী সম্মানিত যাত্রীগণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃক জারীকৃত আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর সোমবার হতে পূর্বের সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর হতে আগারগাঁও অংশের মেট্রো ট্রেন নিয়মিত চলাচল করবে।