নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীতে বিএনপির গণসমাবেশের আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা বলয়। নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল মোড়, দুইপাশে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে সড়ক।
আজ শনিবার সকাল নয়টার দিকে রাজধানীর পল্টনসহ আশেপাশের বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। পল্টন এলাকায় আজ বিএনপির নেতাকর্মীদের দেখা যায়নি। যদিও নাইটিংগেল মোড় থেকে আওয়ামী লীগের একটি ছোট্ট মোটরসাইকেল মিছিল দেখা যায়। সকাল থেকেই নয়াপল্টনের দুইপাশে ব্যারিকেড দিয়ে অবস্থান করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। এছাড়াও আশেপাশের অন্যান্য সড়কের মোড়ে মোড়ে রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন। জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে সাধারণ মানুষকে। খুব একটা দেখা মিলছে না সড়কে গণপরিবহন। বিএনপির কার্যালয়ের সামনের রাস্তা সাধারণ মানুষের চলাচল ও রয়েছে বন্ধ।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে স্থানীয়রা ছাড়া কেউ প্রবেশ করতে পারছে না। বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে কালভার্ট রোড, ফকিরাপুল, শাহজানপুর এ পুরো পথের মধ্যে রাস্তায় কোনো জটলা দেখা যায়নি। রাস্তায় রিকশার দাপটও লক্ষ্য করা গেছে। এ পুরো পথে পুলিশের নিরাপত্তা বলয় ছিল কঠোর। নাইটিংগেল মোড় থেকে কিছুক্ষণ পরপর মোটরসাইকেলে করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
নাইটিংগেল মোড়ে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা জানান, বুধবার নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে বিএনপির কার্যালয় ঘিরে রয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা বলয়।