নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আজ রোববার (১১ জুন) থেকে প্রচণ্ড গরমের কারণে বন্ধ হওয়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চালু হচ্ছে। এদিন যথা নিয়মে সব শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর গতকাল শনিবার (১০ জুন) এ তথ্য জানিয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমা বলেন, সারাদেশে গরম কিছুটা কমেছে। প্রাথমিকের যে পাঠদান বন্ধ ছিল, তা রোববার থেকে চালু হচ্ছে। এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার থেকে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাঠদানও শুরু হচ্ছে। মাদ্রাসা অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন বলেন, রোববার থেকে মাদ্রাসায় পুরোদমে পাঠদান চালু হবে। এ বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে।
অন্যদিকে মাউশি জানায়, রোববার পাঠদান চালু হলেও সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ৬ দফা নির্দেশনা মেনে চলতে হবে।
উল্লেখ্য, প্রচণ্ড গরমের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ থেকে ৮ জুন পাঠদান বন্ধ রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর পর ৬ থেকে ৮ জুন পর্যন্ত ইবতেদায়ি মাদ্রাসায় পাঠদান বন্ধ রাখার কথা জানানো হয়। অন্যদিকে মাধ্যমিকের শ্রেণি কার্যক্রম ৮ জুন বন্ধ ঘোষণা করে মাউশি।
তিন অধিদপ্তরের অধীনের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ছিল বৃহস্পতিবার পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকে পাঠদান শুরু হচ্ছে।