নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ২০১৯ সালের (নিয়মিত/অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ উন্নয়ন) এম এ, এম এস এস, এমবিএ, এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষা আজ মঙ্গলবার (১০ মে) থেকে শুরু হচ্ছে।
পরীক্ষা শেষ হবে ১৫ জুন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন ১টা ৩০ মিনিটে এ পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আহবান জানিয়েছে কর্তৃপক্ষ।