নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আজ বুধবার (২০শে অক্টোবর) ঐতিহাসিক ছয় দফা আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যুথানের অন্যতম সংগঠক, মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সারির গ্রুপ কমান্ডার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্নেহধন্য ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক লিয়াজোঁ কর্মকর্তা, বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সংসদ সদস্য শিরীন আহমেদের প্রয়াত স্বামী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী।
এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করবে বঙ্গবন্ধু সৈনিক লীগ। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।