# আ. লীগ শান্তি সমাবেশ করবে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে
# ২৩ শর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
বাঙলা প্রতিদিন ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি যার যার অবস্থানে অনড় থাকায় রাজপথেই গড়াচ্ছে রাজনীতি। আজ বুধবার রাজধানীতে বড় শোডাউন করবে আওয়ামী লীগ ও বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় সমাবেশ থেকে সরকারপতনের একদফা ঘোষণা করার হুশিয়ারি দিয়েছে বিএনপি।
আর সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীনরা। একইদিনে রাজধানীতে দুই দলের শোডাউন ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। কর্মসূচি ঘিরে সাধারণ মানুষেরও আগ্রহ লক্ষ করা যাচ্ছে।
বিএনপির একদফা ঘোষণার দিন ঢাকায় শান্তি সমাবেশ প্রথমে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে করার ঘোষণা দেয় ক্ষমতাসীনরা। পরে স্থান পরিবর্তন করা হয়।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে হবে এ সমাবেশ। সেখানে এক লাখ নেতাকর্মী ও সমর্থক জড়ো করার টার্গেট নিয়েছে দলটি।
সমাবেশ ছড়িয়ে দেওয়া হবে নবাবপুর, ঠাটারীবাজার, হাইকোর্ট, পল্টন, বিজয়নগর ও দৈনিক বাংলার মোড় পর্যন্ত, এসব এলাকায় টানানো হবে মাইক। আওয়ামী লীগের সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেবে এ সমাবেশে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বক্তব্য দেবেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
শান্তি সমাবেশ সফল করতে গত সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করেছেন। সমাবেশ সফল করতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ গতকাল মঙ্গলবার কাওরান বাজারের টিসিবি ভবন মিলনায়তনে বর্ধিত সভা করেছে।
এই সভায় মহানগর উত্তরের অন্তর্ভুক্ত সব ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেনন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, আমরা শান্তিপূর্ণ সমাবেশের প্রস্তুতি নিচ্ছি। এক লাখ নেতাকর্মী ও সমর্থক জড়ো করার টার্গেট রয়েছে।
আওয়ামী লীগের সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের মহানগর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের অনুরোধ করা হয়েছে এই সমাবেশ সফল করার জন্য। তারা নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শান্তি সমাবেশে যোগ দেবেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, আমরা বুধবারের শান্তি সমাবেশে ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি নিয়েছি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি বলেন, আমরা ভালো একটা সমাবেশ করার প্রস্তুতি নিয়েছি। সমাবেশ সফলে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেবেন।
সরকারপতনের একদফা ঘোষণাকে দেশের সব শ্রেণি-পেশার মানুষ ও বিদেশিদের নজরে আনার পরিকল্পনা নিয়ে সমাবেশ সফলের ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। অংশ নিবেন অঙ্গসংগঠনগুলোও ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনারের (ডিএমপির) কাছ থেকে ২৩ শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। গত সোমবার দুপুর ২টার দিকে ডিএমপির প্রধান কার্যালয়ে কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভুঁইয়া ও শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ সময় কমিশনারের কাছে সমাবেশের জন্য একটি লিখিত আবেদন দেন তারা।
২৩ শর্তে সমাবেশের অনুমতি : ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিকেলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।
অনুমতি দিলেও কোনো শর্ত থাকবে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, শর্ত থাকবেই। ২৩টি শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর ২৬ শর্তে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দিয়েছিল ডিএমপি।