অর্থনৈতি প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক রোববার (১৮ জুন) একটি সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করবে।
শনিবার (১৭ জুন) কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র এ তথ্য জানিয়েছে, রোববার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে ২০২৪ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) বিবৃতি প্রকাশ করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
অনুষ্ঠানে বিএফআইইউ প্রধান, ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
নতুন মুদ্রানীতি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র আবুল বাশার বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আগামীকাল (রোববার) আনুষ্ঠানিকভাবে মুদ্রানীতি ঘোষণা করবেন।
তিনি বলেন, মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং একক মুদ্রা বিনিময় হার প্রবর্তনের ওপর জোর দেওয়া হয়েছে। সুদের হার নিয়ে নতুন ঘোষণা আসবে। বর্তমানে ৯ শতাংশের সুদের হারের যে সীমা দেওয়া আছে, সেটা তুলে নেয়া হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঋণে বিদ্যমান ৯ শতাংশ সুদহারের সীমা তুলে দিয়ে নতুন ব্যবস্থা চালু করবে কেন্দ্রীয় ব্যাংক। নতুন অর্থবছরে ১ জুলাই থেকে নতুন এই সুদের হার কার্যকর হবে।
সাধারণত মুদ্রাস্ফীতি এবং অর্থের মাত্রা কমাতে সংকোচনমূলক মুদ্রানীতি ব্যবহৃত হয়। আর কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি এবং কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য তৈরি করতে মুদ্রানীতি প্রণয়ন করে।