300X70
বৃহস্পতিবার , ১১ নভেম্বর ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

আজ সান্তাহার জংশন স্টেশনে ৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন কাজের উদ্বোধন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১১, ২০২১ ১:৪৮ পূর্বাহ্ণ

বগুড়া প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনে ৬ কোটি ৪০ লাখ টাকা ব্যায়ে আধুনিকায়ন কাজের উদ্বোধন হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুর ২ টা ৪০ মিনিটে ঢাকা থেকে বিশেষ ট্রেনে এসে সান্তাহার জংশন স্টেশনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচনের মাধ্যমে আধুনিকায়ন কাজের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রনালয়ের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, এমপি।

রেলওয়ে সূত্রে জানাগেছে, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্টেশনের যাত্রী সাধারনের আরামদায়ক রেল ভ্রমণ নিশ্চিত করতে চলমান উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শনে গাজিপুর , টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়ার সান্তাহার, জয়পুরহাট, দিনাজপুর, নিলফামারি, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং রংপুর জেলা সফর করবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ উপলক্ষে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ট্রেনযোগে ডোমার রেলওয়ে স্টেশন পর্যন্ত চলমান প্রকল্পের কাজ ‘রেলওয়ে ট্র্যাক ও সেতু সমূহ’ পরিদর্শনকালে আজ বৃহস্পতিবার সান্তাহার জংশন স্টেশনের আধুনিকায়ন কাজের উদ্বোধন করবেন তিনি।

এ সময় তাঁর সফর সঙ্গী হবেন রেলপথ মন্ত্রনালয়ের সচিব সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান, মন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান, উপ-সচিব (প্রশাসন-৪) মীর আলমগীর হোসেন, সহকারি একান্ত সচিব রাসেদ প্রধান, সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম, ব্যাক্তিগত কর্মকর্তা মামুনুর রশিদ, রেজাউল করিম রেজা ও দ্বীপঙ্কর রায় প্রমূখ।

স্টেশনের আধুনিকায়ন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান আরটিসির প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী আলমগীর কবীর জানান, প্লাটফরমে সেড নির্মাণ, সীমানা বৃদ্ধি, প্লাটফরম উঁচু করণ, রঙ, বৈদ্যুতিক কাজ ও দুই পাশে দেওয়াল নির্মাণ করা হবে।

এসব কাজে ৬ কোটি ৪০ লাখ টাকা ব্যায় ধরা হয়েছে। ইতিমধ্যে দুই পাশের দেওয়াল নির্মাণ ও প্লাটফরমের কাজ শুরু হয়েছে।

সান্তাহার জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জানান, আধুনিকায়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানের সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :