প্রতিনিধি, নারায়ণগঞ্জ: সোনারগাঁ আনন্দবাজারের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ স্থায়ী সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ – ৩ আসনের মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
রোববার বিকেলে সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দ বাজার ব্রীজের ভিত্তি প্রস্তর উদ্বোধন পূর্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল, সোনারগাঁ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুইয়া, সহকারী ভূমি কমিশনার গোলাম মোস্তফা মুন্না জাতীয় পার্টি সোনারগাঁও উপজেলা সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সমাজ কল্যান সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, নোয়াগাও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইউসুফ দেওয়ান,বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ডাঃ আবদুর রউফ, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, আবুল বাছেদ মেম্বারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।