অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : সর্ববৃহৎ আন্তর্জাতিক ”ফুড ফেয়ার” গালফ ফুড ফেয়ার -এ অংশগ্রহণ করেছে বাংলাদেশের প্রতিষ্ঠান রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়াল্ড ট্রেড সেন্টারে অনুষ্টিত এ ফুড ফেয়ারে কোম্পানীর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন কোম্পানীর ডিরেক্টর ফাহিম কবির, সিএফও ইয়াসিন আরাফাত এবং ডিজিএম (কর্মাশিয়াল) আলিমুজ্জামান।
মেলায় অংশগ্রহণের বিষয়ে কোম্পানীর সিএফও ইয়াসিন আরাফাত বলেন, রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড দেশে ও বিদেশে পণ্যের আন্তর্জাতিক মান বজায় রেখে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। কোম্পানীর রপ্তানী প্রবৃদ্ধি-ই আমাদের মূল লক্ষ্য।