নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের নির্দেশনায় ২১ শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন উপলক্ষে যেসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে রয়েছে- ২১ ফেব্রুয়ারি প্রত্যককে স্বাস্থ্যবিধি মেনে ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ।
একুশের প্রত্যুষে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস, নগর কার্যালয়, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট এবং আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্মৃতির মিনার এবং আঞ্চলিক কেন্দ্রসমূহ বিভাগীয় শহরের শহীদ মিনারে অভিন্ন ব্যানারে পুষ্পার্ঘ অর্পণ কর্মসূচি পালন করবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকেও অনুরূপ কর্মসূচি পালনের জন্য আহবান জানানো হয়েছে। এছাড়া ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে ২৫ ফেব্রæয়ারি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।