বাহিরের দেশ ডেস্ক: আফগানিস্তানে সালাং আলপাইন টানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় একটি জ্বালানি ট্রাক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা, গার্ডিয়ান, সিএনএন।
আফগানিস্তানের রাজধানী থেকে উত্তরের দিকে টানেলটির সংযোগ রয়েছে। পাহাড়ি অঞ্চল দিয়ে যাওয়া এই টানেল আফগানিস্তানের আটটি প্রদেশে যান চলাচলের জন্য ব্যবহার হয়। তালেবানশাসিত আফগান প্রশাসনের উপমুখপাত্র ক্বারী ইউসুফ আহমাদি বলেন, রাজধানী কাবুলের প্রায় ৯০ কিলোমিটার (৫৬ মাইল) উত্তরে অবস্থিত সালাং টানেলে দুর্ঘটনায় ৩৭ জন আহত হয়।
‘দ্য ইসলামিক আমিরাত নিহতদের পরিবারের জন্য গভীর সমবেদনা প্রকাশ করছে,’ বলেন ক্বারী ইউসুফ আহমাদি। একই সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থাকে এমন ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও আন্তরিক চেষ্টা চালানোর আহ্বানও জানান তিনি।
আফগানিস্তানে সুড়ঙ্গ পথে বিস্ফোরণে নিহত ১৯আফগানিস্তানে সুড়ঙ্গ পথে বিস্ফোরণে নিহত ১৯
স্থানীয় টোলো নিউজ জানায়, শনিবার রাতে একটি জ্বালানি ট্রাক টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় উল্টে গিয়ে আগুন ধরে যায়। আগুন রবিবার নিভিয়ে ফেলা হয়েছে। টানেলটিতে যান চলাচল বন্ধ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।