নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জুনাইদ আহমেদ পলক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
৬০ নাটোর- ৩ সিংড়া আসনে নৌকা মার্কার প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রায় ৯৩ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী।
সিংড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-৩ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮ হাজার ৭৯৪ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ও সদ্য পদত্যাগকারী সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকসহ মোট ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।