বিনোদন ডেস্ক: ওমর সানী অভিযোগ তুলে বলেছেন, সানী-মৌসুমীর সংসার ভাঙার চক্রান্ত করছেন জায়েদ খান। এ দিকে নীরবতা ভেঙে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন মৌসুমী। অডিও বার্তায় এ অভিনেত্রী দাবি করেছেন-‘জায়েদ খান তাকে অসম্মান করেনি, সে ভালো ছেলে বরং ওমর সানী মিথ্যাচার করছে। ’
এরপর অনেকেই মন্তব্য করেছেন তা হলে কি এই তারকা দম্পতির সংসারে ভাঙনের সুর বাজছে? কেউ কেউ বলছেন তারা আলাদা থাকছেন।
এ ধরনের কৌতূহলী বা অনুমান-নির্ভর কথার জবাব দিয়েছেন ওমর সানী। তিনি গণমাধ্যমকে জানান, ‘আমরা এখন একই ছাদের নিচে আছি। দেখুন স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য, রাগ-অভিমান থাকবেই। পৃথিবীর আদি যুগ থেকে এটা হয়ে আসছে। এটা স্বাভাবিক ইস্যু। আমাদের ভিতরেও যে হয়নি তা নয়। আমার ২৭ বছরের সংসারে আমার ছেলে বড় হয়েছে বিয়ে করেছে। আমার মেয়ে ১৮ বছরে পা দিয়েছে। এই মুহূর্তে এসে আমি জায়েদ খানের বিরুদ্ধে যে কথাগুলো বলেছি এ বিষয়ে একদমই অটল। মৌসুমীকে আমি অসম্মান করে কথা বলতে চাই না। কারণ সে আমার সন্তানের মা। আমি তাকে অসম্মান করতে পারি না। ’
উল্লেখ্য, অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে পিস্তল বের করে ওমর সানীকে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জায়েদ খানের বিরুদ্ধে। যদিও ওমর সানীর এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন জায়েদ খান।