নিজস্ব প্রতিবেদক : আজ আন্তর্জাতিক নারী দিবস। নারীর সমতা, ক্ষমতায়ন ও অধিকার রক্ষার প্রতিক এই দিনে বাংলাদেশসহ বিশে^র সকল নারীর প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি।
“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ^” এই পতিপাদ্য সামনে রেখে সারা বিশে^ নানা আয়োজনে নারীর অগ্রযাত্রা সমুন্নত রাখতে দিনটি মর্যাদার সাথে পালিত হচ্ছে। আমরা, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশ^স করি।
দেশের ব্যবসা-বানিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্রবাহিনী, আইন শৃংখলা রক্ষা বাহিনী, শান্তি মিশন সহ নকল স্তরে নারীর সাফল্যময় অংশ গ্রহণ দেশের অগ্রযাত্রাকে শক্তিশালী করছে।
আমরা প্রত্যাশা করছি নারীর এই সাফল্যের ধারাবাহিকতায় বিশ^ সভায় বাংলাদেশ আরো মর্যাদাপূর্ণ স্থান দখল করবে। সাফল্যের সিড়িতে নারীর মেধা ও শ্রমের মূল্যায়ন বাড়বে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ণে নারীর অংশ গ্রহণ আরো বাড়বে। দেশের রাজনীতিতে নারীদের অবস্থান আরো সুসংহত হবে। আমরা আশা করছি, কন্যা শিশু ও বয়োবৃদ্ধা নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে।