ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চর চারতলা মধ্যপাড়া প্রিন্স ক্লাবের উদ্যোগে আন্ত:ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন করা হয়। বুধবার বিকেলে আশুগঞ্জ সাইলোর বালুর মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট মোশাররফ হোসেন।
প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে মো.জলিল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো.শাহীন সিকদার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর জেলা প্রতিনিধি মো.সাংবাদিক বাবুল সিকদার,সাংবাদিক জহির সিকদার, সাংবাদিক তসলিম আহমেদ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাবুল শিকদার,জসিম শিকদার,আশিক শিকদারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উক্ত খেলায় বার্সেলোনা প্রতিকিদল ৩-১ গোলে প্রতিকি জুভেন্টাস দলকে পরাজিত করে। খেলায় ধারাভাস্যকার হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন। উক্ত প্রিমিয়ার ফুটবল লীগের সার্বিক তত্বাবধানে ছিলেন রাজিব শিকদার ও সার্বিক পরিচালনায় ছিলেন মো.সাদ্দাম হোসেন।