আনন্দ ঘর ডেস্ক : সৈয়দ সালাহউদ্দীন জাকী নির্মিত চলচ্চিত্র ‘ঘুড্ডি’। ১৯৮০ সালে মুক্তি পায় এটি। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা।
বহুল আলোচিত এই চলচ্চিত্রের জনপ্রিয় জুটিকে নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘ঘুড্ডিতে চড়ে’। দীর্ঘ ৩০ বছর পর একসঙ্গে কাজ করলেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা ও সৈয়দ সালাহউদ্দীন জাকী। মজার বিষয় হলো—অনুষ্ঠানটি এক দশক আগে তৈরি করা হয়েছিল। ঈদ উপলক্ষে আগামী ১৪ মে, রাত ৮টায় টি-সিনেমা নামের ইউটিউব চ্যানেলে এর প্রিমিয়ার হবে। এর মাধ্যমেই চ্যানেলটি যাত্রা করবে।
অনুষ্ঠানের গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনায় আছেন চলচ্চিত্র সংগঠনক আবীর শ্রেষ্ঠ। তিনি বলেন, টি-সিনেমা আমাদের চলচ্চিত্রকেন্দ্রিক একটি মুভমেন্ট। চলচ্চিত্রের নানা কাজ করতে গিয়ে আমরা দীর্ঘদিন ধরে কনটেন্ট তৈরি করছি। তারই একটি হলো এটা। বাংলা চলচ্চিত্রে ‘ঘুড্ডি’ বিশেষ একটি জায়গা জুড় রয়েছে। পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে এসে সৈয়দ সালাহউদ্দীন জাকী এটি তৈরি করেছিলেন। বিশেষ এই চলচ্চিত্র সংশ্লিষ্ট অনুষ্ঠান দিয়েই আমাদের চ্যানেলটি যাত্রা শুরু করছে।
নারায়ণগঞ্জের সোনাকান্দা দুর্গে অনুষ্ঠানটির দৃশ্যধারণের কাজ হয়। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে আবীর শ্রেষ্ঠ বলেন, এক দশক আগে অনুষ্ঠানটি তৈরি করা হয়। কিন্তু কোথাও এটি প্রচার হয়নি। এ অনুষ্ঠানের অতিথিরা কেউ আগাম জানতেন কে কে উপস্থিত থাকবেন। শুটিং সেটে এসে সবাই চমকে যান।