দেশের বাইরে ডেস্কঃ ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ায় ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে এক রুশ সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিন রুশ সাংবাদিক। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
নিহত সাংবাদিকের নাম রোস্তিস্লাভ ঝুরাভলেভ। তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ’তে কাজ করতেন। অন্য তিন সাংবাদিকদের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল বলে জানিয়েছে মন্ত্রণালয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, ইউক্রেন এ হামলায় চলতি মাসে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্লাস্টার বোমা বা গুচ্ছবোমা ব্যবহার করেছে।
রাশিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, গুচ্ছবোমা ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনীর হামলায় চার সাংবাদিক আহত হন। তাদের একজন মারা গেছেন। বাকিদের জখম মাঝারি পর্যায়ের।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। তবে এ ঘটনায় তাৎক্ষণিক কিয়েভের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, এ হামলা নৈতিকতার চূড়ান্ত সীমা অতিক্রম করে গেছে। রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার কনস্তান্তিন কোসাচেভ বলেছেন, এই হামলার জন্য কিয়েভ ও ওয়াশিংটন সমভাবে দায়ী।