বাহিরের দেশ ডেস্ক: ইউক্রেনে রুশ হামলার জেরে চলমান যুদ্ধ ‘যত দ্রুত সম্ভব বন্ধ করতে’ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে জার্মানি ও ইসরায়েল। জার্মান সরকারের মুখপাত্র এক টুইটে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে স্থানীয় সময় রোববার বার্লিনে দেখা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। দেড় ঘণ্টা দুই নেতা বৈঠক করেন। বৈঠকের পর জার্মান সরকার একটি বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা (জার্মানি ও ইসরায়েল) সর্বশক্তি দিয়ে যুদ্ধ বন্ধের জন্য কাজ করব।’
জার্মান সরকারের মুখপাত্র স্টেফান হেবাসট্রেইট টুইটে জানান, দুদেশের নেতারা নিজেদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবেন বলে জানিয়েছেন।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।