অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিকাশ পেমেন্টে পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়। বিকাশ গ্রাহকরা ওপিডি সেবায় ১০% ডিসকাউন্ট, ওপিডি ও আইপিডি-এর বিভিন্ন প্যাকেজে বিশেষ ছাড় এবং উভয় ক্ষেত্রে টোল ফ্রি টেলিমেডিসিন সেবা নিতে পারবেন ২৪ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত। অফার চলাকালীন যত খুশি ততবার এই ছাড় পাওয়া যাবে।
আইপিডি সার্ভিসের বিভিন্ন প্যাকেজের মধ্যে থাকছে গাইনোকলোজিস্ট কনসাল্টেশন ও প্রেগনেন্সি ডেলিভারি, সিএবিজি (বাইপাস সার্জারি-ওয়ার্ড), করোনারি এনজিওগ্রাম (সিএজি); এবং ওপিডি সার্ভিসের মধ্যে থাকছে মাস্টার হেলথ চেক-আপ (পুরুষ/মহিলা), কার্ডিয়াক হেলথ চেক-আপ ও ডেঙ্গু চেক-আপ।
বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে (চেকআউট পেমেন্ট) অথবা *২৪৭# ডায়াল করে সফলভাবে বিকাশ পেমেন্ট করে গ্রাহকরা এই অফারগুলো গ্রহণ করতে পারবেন। অফারটি সম্বন্ধে বিস্তারিত জানতে ভিজিট করুন – https://www.bkash.com/