বাহিরের দেশ ডেস্ক: ইউক্রেনে আগ্রাসন চালালে পশ্চিম ইউরোপের সঙ্গে রাশিয়ার গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন চালু হওয়া ঠেকিয়ে দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নর্ড স্ট্রিম-২ পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার গ্যাস জার্মানিতে যাওয়ার কথা। এক হাজার ১০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে নির্মিত এ গ্যাস পাইপলাইন জার্মানিতে রাশিয়ার গ্যাস রপ্তানি দ্বিগুণ করবে। গত বছরের সেপ্টেম্বরে রুশ অর্থায়নে নির্মিত এ প্রকল্পের কাজ শেষ হয়।
জার্মানিও গত বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে, ইউক্রেনে হামলা চালালে এ গ্যাস পাইপলাইন প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
ইউক্রেনে হামলা চালালে রুশ অর্থনীতির ওপর কড়া নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে একাট্টা যুক্তরাষ্ট্র, ইউরোপসহ পশ্চিমা জোট।
তবে, রাশিয়া শুরু থেকেই হামলার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করে আসছে। কিন্তু ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলে সাম্প্রতিক কয়েক সপ্তাহে লাখো সেনা মোতায়েন করেছে রাশিয়া।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস সংবাদমাধ্যম এনপিআরকে বলেন, ‘কথা খুবই পরিষ্কার, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে নর্ড স্ট্রিম-২ পাইপলাইন চালু হবে না। আমরা জার্মানির সঙ্গে কথা বলে এটা নিশ্চিত করব।’
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা ব্যারবক দেশটির পার্লামেন্টে বলেছেন, নর্ড স্ট্রিম-২ পাইপলাইনসহ একটি শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়ে কাজ করছে পশ্চিমা জোট। তবে, তিনি মস্কোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন।