বাহিরের দেশ ডেস্ক: ইতালিতে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭০ হাজার ৫২০ জন।
আজ শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ১৪৩ জনের।
শুক্রবার গত চব্বিশ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন ৭৩ হাজার ২১২ জন এবং মৃত্যু হয়েছিল ২০২ জনের।
২০২০ সালের ফেব্রুয়ারিতে ইতালিতে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৬২ হাজার ৬০৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ৬১ লাখ।