300X70
শুক্রবার , ২ জুন ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইতালিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২, ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আমাদের দেশের প্রবাসি রেমিটেন্স যোদ্ধাদের পর্যাপ্ত শিক্ষার সুযোগ করে দিতে পারলে তারাই হবে এ দেশের দক্ষ জনবল এবং তাদের দক্ষতার সাথে সামঞ্জস্য রেখে কোর্স চালু করা হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সৈয়দ হুমায়ুন আখতার ইতালিতে বাউবি’র শিক্ষা কার্যক্রম (নিশ-২) এসএসসি, এইচএসসি ও বিএ/বিএসএস প্রোগ্রাম চালুর শুভ উদ্বোধন করে অনলাইনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় গতকাল বৃহস্পতিবার (১ জুন) তিনি এসব কথা বলেন।

উপাচার্য সৈয়দ হুমায়ুন আখতার আরো বলেন বাউবি’র বিভিন্ন প্রোগ্রাম দক্ষিণ কোরিয়া থেকে শুরু হয়েছিল যা কোভিড-১৯ এর কারণে কিছুটা বিঘ্নিত হলেও আমরা পুনরায় তা সফলভাবে নিয়ে আসতে পেরেছি, তার অনবদ্য প্রমান পাওয়া যায় সেখানে অবস্থানরত প্রবাসিদের উৎফুল্ল অংশগ্রহণ।

আমাদের দেশের প্রবাসিরা যারা বিভিন্ন কারণে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে প্রবাসে অবস্থান করে আমাদের দেশকে অর্থনৈতিকভাবে উন্নতিতে অংশগ্রহণ করছেন, আমরা যদি এসব জনবলকে পর্যাপ্ত শিক্ষার সুযোগ করে দিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে টিকে থাকার সুযোগ করে দিতে পারি তাহলে তারাই হবে এ দেশের দক্ষ জনবল।

প্রবাসে যারা পরিবার নিয়ে বসবাস করেন তাদের সন্তানদের বাংলা সংস্কৃতির সংস্পর্শে রাখা এবং তাদের জন্য দেশীয় সংস্কৃতি চর্চা ও বিকাশের সুযোগ সৃষ্টি কথা জোর দিয়ে উল্লেখ করেন।।

তিনি আরো বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে রূপকল্প স্মার্ট বাংলাদেশ গড়ার সেখানেও তারা মূখ্য ভূমিকা পালন করবে, প্রকৃত পক্ষে এটাই হবে আমাদের অর্জন। এরই ফল স্বরুপ আমরা আমাদের প্রোগ্রাম ইউরোপ ও উত্তর আমেরিকায় সম্প্রসারণে কাজ করছি। আমাদের দেশের প্রবাসিরা বেশির ভাগই সেখানে শ্রমিক হিসেবে কাজ করে। প্রয়োজনীয় শিক্ষার অভাবে তারা হীনমন্যতায় ভোগে, মানসিক অবনতি ঘটে।

বাউবি তাদের প্রয়োজনীয় শিক্ষার ব্যবস্থা করে তাদেরকে যদি সনদের ব্যবস্থা করে দেয়, তাহলে তারা তাদের আত্মবিশ্বাস ফিরে পাবে এবং তাদের দক্ষতা দিয়ে কাজ করে নিজের ভালো অবস্থান তৈরি করতে পারবে। এতে আমাদের আন্তর্জাতিক পরিমন্ডলে সুনাম বৃদ্ধিপাবে এবং আমাদের অর্থনৈতিক ধারা চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

সভায় ইতালিতে বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মো: শামিম আহসান বলেন ইউরোপের মধ্যে ইতালিতে প্রবাসি বাংলাদেশীদের অবস্থান দ্বিতীয়। প্রায় দুই লক্ষ বাংলাদেশী প্রবাসি ইতালিতে বসবাস করেন। তারা জীবিকার সন্ধানে অনেকে পড়াশুনা শেষ না করেই ইতালিতে পাড়িজমান।

এরকম প্রবাসিরা বাউবি’র নিশ-২ প্রোগ্রামের মাধ্যমে ডিগ্রী অর্জন করে তাঁদের জীবনমান উন্নত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন প্রবাসিরা বাউবির এ শিক্ষা গ্রহণের মাধ্যমে তাদের বেতন-ভাতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস বাড়বে এবং পেশাগতভাবে অনেক সুবিধা পাবে। জাতির পিতার সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বাউবি’র প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন ও সামজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম, ইতালির বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম কল্যাণ) আসিম আনাম সিদ্দিক ও ইতালির বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) মো: আসফাকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউবি’র ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং এর যুগ্ম-পরিচালক এমএস সঙ্গীতা মোরশেদ।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু

অসাধারণ ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ : তথ্যমন্ত্রী

‘বঙ্গবন্ধু একদিনে মহানায়ক হয়ে ওঠেননি, এর পেছনে রয়েছে তাঁর আজন্ম ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রামের ইতিহাস’

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে হবে

রমজানে নিত্যপণ্যের দাম কমানোর অনুরোধ এফবিসিসিআই’র

প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন মেয়র আতিকুল ইসলাম

করোনার চিকিৎসায় মলনুপিরাভির ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুমোদন

এবার সাদুল্লাপুরে যুব উন্নয়ন কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন শফিউল আলম খান চৌধুরী

নিরাপদ সড়কের দাবিতে সংহতি প্রকাশ

ব্রেকিং নিউজ :