বাহিরের দেশ ডেস্ক: এশিয়ার বাজারে কয়লার দাম ব্যাপক বেড়েছে। অক্টোবরে সরবরাহ সূচি নির্ধারণ করে প্রতি টন বিক্রি হচ্ছে ৪৩৬ ডলারে। ইতিহাসে যা সর্বোচ্চ।
ব্লুমবার্গসহ ব্যবসাভিত্তিক প্রভাবশালী একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, বছর ব্যবধানে প্রায় ৩ গুন বেড়েছে কয়লার মূল্য। ইউরোপের বাজারেও রেকর্ড দরে বিক্রি হচ্ছে এ জ্বালানি পণ্য।
বিষেশজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে গ্যাস সরবরাহে অনিশ্চয়তায় বাড়ছে কয়লার চাহিদা। ফলে এর দাম ঊর্ধ্বমুখী হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে অস্ট্রেলিয়ায় খনি থেকে কয়লা উত্তোলন কমার শঙ্কাও করছেন তারা।
গত শুক্রবার স্পট মার্কেটে প্রতি টন কয়লা বিক্রি হয়েছে ৪৩৬ ডলার ৭১ সেন্টে। সর্বকালে যা সর্বোচ্চ মূল্য।
আর গত সোমবার ফিউচার মার্কেটে জ্বালানি পণ্যটির দাম বেড়েছে ৫ শতাংশ। টনপ্রতি তা বিক্রি হয়েছে ৪৬৩ ডলার ৭৫ সেন্টে। ২০১৬ সালের জানুয়ারির পর যা সর্বোচ্চ।
বিশেষজ্ঞরা বলছেন, অস্ট্রেলিয়ার কয়লার চালানে যেকোনো গুরুতর বাধা জ্বালানি পণ্যটির মূল্য আরও বাড়িয়ে দিতে পারে। কারণ, গ্যাস ও তেলের দাম বাড়ায় বিদ্যুৎ উৎপাদনে কয়লা কেনার দিকে ঝুঁকছে বিশ্বের বিভিন্ন দেশ। কিছুদিন আগেও যার দর সাশ্রয় ছিল।