নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : দেশের কর্মসংস্থান সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশ হিসেবে Skills for Employment Generation Program, Tranche-3 প্রকল্পের আওতায় “Entrepreneurship Development Program” শীর্ষক মাসব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচী পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (পিবিটিআই) সম্প্রতি উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ও হেড অব এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট মোঃ জাকের হোসেইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের ডিজিএম রতন কুমার শীল।
এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম আরিফুজ্জামান, জয়েন্ট ডিরেক্টর মোঃ জাহিদ ইকবাল, পূবালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার ও হেড অব এসএমই নরেশ চন্দ্র বসাক উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ২৫ জন প্রতিশ্রæতিশীল উদ্যোক্তা অংশগ্রহণ করেন।