ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছের বাহিরে থাকা ‘ডি’ ইউনিটের চার বিভাগ এবং বিজ্ঞান অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে বিশেষ কোটায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ন্যূনতম ৩০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের ‘ডি’ ইউনিটভুক্ত আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ও দা’ওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগে এবং বিজ্ঞান অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য আগামী ৩১ অক্টোবরের ভেতরে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক শাখায় পাঁচশত টাকা জমা দিয়ে কোটার ফরম সংগ্রহ করে ইউনিট সমন্বয়কারীর কার্যালয় থেকে নম্বরপত্র উত্তোলন করে যথাযথভাবে ফরম পূরণ করে একাডেমিক শাখায় জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোটা প্রার্থীদের দাখিলকৃত প্রমাণাদীর যথার্থতা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গঠিত কমিটি প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবে। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবনের কোন পর্যায়ে দাখিলকৃত দলিলাদি মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হবে। কোটার সুবিধা নিয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীগণ কোনক্রমেই বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করতে পারবে না।
বিশেষ কোটায় ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd/admission) হতে জানা যাবে।