নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
সম্পদ ও দায়ের বিবরণী ১৯ আগস্টের মধ্যে, মােট গ্রাহক ও গ্রাহকের কাছে দেনার পরিমাণ ২৬ আগস্টের মধ্যে এবং মার্চেন্টদের কাছে দেনার পরিমাণ ২ সেপ্টেম্বরের মধ্যে জানাতে গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়। এসব তথ্য জানাতে বাণিজ্য মন্ত্রণালয় এর আগে গত ১৯ জুলাই কোম্পানিটিকে চিঠি দিয়েছিল। একই সঙ্গে কারণ দর্শানাের নােটিশও দেওয়া হয়েছিল ওই দিন। জবাবে ছয় মাস সময় চেয়ে গত ২ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করে ইভ্যালি।
বাণিজ্য মন্ত্রণালয় গত বুধবার আন্তমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ছয় মাস সময়ের আবেদন নাকচ করে দেয় এবং নতুন সময়সীমা নির্ধারণ করে। সেটাই চিঠি আকারে ইভ্যালিকে দেওয়া হয় গতকাল। ইভ্যালিকে কারণ দর্শানাের নােটিশ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় বলেছিল, গত ১৪ মার্চ পর্যন্ত গ্রাহক ও মার্চেন্টদের কাছে মােট ৪০৭ কোটি টাকা দায়ের বিপরীতে ইভ্যালির কাছে মাত্র ৬৫ কোটি টাকার চলতি সম্পদ কেন? বাকি টাকা ইভ্যালির কাছে থাকলে বিস্তারিত তথ্য দিতে হবে, না থাকলে পরিপূর্ণ ব্যখ্যিা দিতে হবে।
গত ১৫ জুলাই পর্যন্ত গ্রাহক ও মার্চেন্টদের কাছে দায় এবং তা পরিশােধের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসা শুরুর পর গ্রাহকদের কাছ থেকে ইভ্যালি কত টাকা নিয়েছে, মার্চেন্টদের কত টাকা পরিশােধ করেছে এবং প্রশাসনিক ও অন্যান্য খাতে কত ব্যয় করেছে, তার পূর্ণাঙ্গ বিবরণ জানাতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাে. হাফিজুর রহমান বলেন, যে সময়ের মধ্যে যে তথ্য দেওয়া সম্ভব, সেই সময়ই ইভ্যালিকে দেওয়া হয়েছে। আমরা আশা করছি কোম্পানিটি যথাসময়ে তথ্য দেবে।’ জানা গেছে, জাতীয় ভােক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে ইভ্যালির বিরুদ্ধে অভিযােগ ছিল ৬ হাজার ৭৪৭টি। এর মধ্যে ৪ হাজার ১৪৫টি অভিযােগ নিস্পত্তি করা হয়েছে। নিস্পত্তির অপেক্ষায় আছে ২ হাজার ৬০২টি অভিযােগ।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে চিঠিবাহক ইভ্যালি কার্যালয়ের সামনে গিয়ে কাউকে খুঁজে পাননি। কোম্পানিটির কার্যালয় পরিপূর্ণভাবে বন্ধ। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মােহামুদ রাসেল বলেন, “আমরা এখনাে চিঠি পাইনি।’ অফিস বন্ধ ও খােলা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আপাতত হােম অফিস করছি। পরিস্থিতি বুঝে খােলা হবে।’