অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৩০তম উপশাখা হিসেবে ফেঞ্চুগঞ্জ উপশাখা বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সিলেটের ফেঞ্চুগঞ্জের সামাদ প্লাজায় উদ্বোধন করা হয়। সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন।
সিলেট জোনপ্রধান মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে¡ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার শফিক উদ্দিন আহমদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা ফারজানা চৌধুরী, সমাজ সেবক আব্দুল বাছিত টুটুল ও অধ্যক্ষ আব্দুল জলিল। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন দক্ষিণ সুরমা শাখাপ্রধান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপশাখা ইনচার্জ মোঃ খায়রুল কবীর। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।