নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেটের দক্ষিণ সুরমা শাখার অধীনে চন্ডিপুল উপশাখা চালু করেছে। গতকাল মঙ্গলবার (২১ জুন) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসাবে এ উপশাখার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনপ্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন এবং স্বাগত বক্তব্য দেন দক্ষিণ সুরমা শাখার প্রধান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাইপাস ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক নূর আহম্মদ খান সাদেক। ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ আব্দুল ওয়াহিদ। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।