প্রতিনিধি, মুন্সীগঞ্জ:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: মুন্সীরহাট আউটলেটের চার বছর পুর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: আউটলেট মুন্সীরহাট শাখার সত্বাধীকারি মোঃ সাইফুর রহমান , সভাপতিত্বে ও ইসলামী ব্যাংক আউটলেট মুন্সীরহাট শাখার ইনচার্জ মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ শাখার ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাম্মদ আমির হোসেন, বিশেষ অতিথি ছিলেন এডভোকেট গোলাম মাওলা তপন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এড. জানে আলম প্রিন্স , প্রেসক্লাবের সভাপতি এম জামাল হোসেন মন্ডল, ম্যানেজার অপারেশন, ইসলামী ব্যাংক মুন্সীগঞ্জ শাখা, মোঃ রুহুল আমিন শরীফ ও উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক বাংলা বাজার এজেন্ট আউটলেট শাখার সত্বাধিকারি মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।