সংবাদদাতা, মানিকগঞ্জ : দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তীব্র যানজট দেখা দিয়েছে।
আজ সোমবার সকাল থেকেই শত শত যানবাহন পাটুরিয়া প্রান্তে ফেরি পারাপারের অপেক্ষায় আছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন জানিয়েছেন, পাটুরিয়া-দৌলতদিয়া ১৯টি ফেরির মধ্যে সোমবার সকাল থেকে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এতে পাটুরিয়া প্রান্তে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে।
যারা আগে ভাগে বাড়ি ফিরছেন ও পণ্যবাহী ট্রাক চালকরা পড়েছেন বিপাকে। ঘণ্টার পার ঘণ্টা অপেক্ষা করেও ফেরিতে উঠতে পারছেন না। এতে তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যানবাহন শ্রমিক ও যাত্রীদের।
মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুযায়ী, আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পাটুরিয়া প্রান্তে ব্যক্তিগত যানবাহন ও যাত্রীবাহী বাস মিলে শতাধিক ও সাড়ে ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ছে।