নিজস্ব প্রতিবেদক : বিশ্বের মুসলমান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশসহ বিশ্বের মুসলমান সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
আজ মঙ্গলবার জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তারা বলেন, মুসলমানদের প্রিয় বস্তুকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করার ঈদুল আযহার মর্মবানীকে ধারণ করে সমাজের অসহায়-নিরুপায় মানুষ ও মানবতার জন্য নিজেদের উৎসর্গ করার মানসিকতা অর্জনের মধ্য দিয়েই ঈদুল আযহার মহিমা প্রতিষ্ঠিত হতে পারে। তারা ঈদুল আযহার উৎসর্গ ও উৎসবের আনন্দ সমাজের অসহায়-নিরুপায় মানুষের মধ্যে ভাগাভাগি করে নেয়ার আহ্বান জানান।