নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আজ শুক্রবার সকাল ৯টা থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি হয়েছে। সকাল ৯টা থেকে হওয়া টিকিট বিক্রি চলবে প্রতিদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগামী ২ মে ঈদের দিন ধরে টিকিট দেওয়া করেছে বাস কোম্পানিগুলাে। তবে অগ্রিম টিকিট দেওয়া হলেও কাউন্টারে ভিড় নেই মানুষের।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, এবারের ঈদে লম্বা ছুটি থাকায় সবাই একেবারে শেষদিকে বাড়ি যেতে পারে। সেক্ষেত্রে ৩০ এপ্রিল ও ১ মে’র টিকিটে বেশি চাহিদা থাকবে। অনলাইনে ৩০ শতাংশ টিকিট কেনার সুযােগ থাকায় মানুষ সেদিকে বেশি আগ্রহী বলে জানান তারা।
ভবিষ্যতে অনলাইনে আরও বেশি টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার।
এদিকে টিকিট বিক্রির জন্য সব পরিবহনের আলাদা কাউন্টার খােলা হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।
বিশেষ করে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলার বাসের টিকিট বিক্রি করা হচ্ছে। গাবতলী, সায়েদাবাস, কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টার থেকে আগাম টিকিট পাওয়া যাচ্ছে।