বাঙলা প্রতিদিন প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর-এর উৎসবের আবহের মাঝে ‘আইপিডিসি আমাদের গান’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হতে যাচ্ছে বহুল জনপ্রিয় একটি গানের নতুন পরিবেশনা। বরেণ্য সংগীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার রচিত গানটি যৌথভাবে পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী মিফতাহ জামান এবং দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, যিনি একাধারে সঙ্গীতজগতেও প্রশংসনীয় পদচারণা রেখেছেন।
‘আইপিডিসি আমাদের গান’-এর চলমান ৫ম সিজনটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার এবং একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান সংগীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার-কে যিনি এদেশের শিল্প-সংস্কৃতির ইতিহাসে এক অমর নাম। সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণী সঙ্গীতজ্ঞের সৃষ্ট বিশ হাজারেরও বেশি গানের আবেদন আজও বাংলাদেশের মানুষের কাছে বিরাজমান। সেই গানগুলোকেই নতুনভাবে শ্রোতাদের সামনে উপস্থাপন করতে ‘আইপিডিসি আমাদের গান’-এর ৫ম সিজনের আয়োজন।