জাকির মোল্লা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ঈশ্বরগঞ্জে মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যে নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত সেমিনারে ইউএনও জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুরুল হুদা খান, কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল, প্রেসক্লাব সভাপতি প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না, ইউপি চেয়ারম্যান শাহজাহান ভূইয়া ও ব্যবসায়ীবৃন্দ।