জাকির মোল্লা, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্তরে এ হুইল চেয়ার প্রদান করা হয়।
উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গিরিধরপুর গ্রামের মৃত আবুল বাদশার মেয়ে সোমাইয়া আক্তারকে (১২) হুইল চেয়ার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, প্রেসক্লাব সভাপতি প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক রতন ভৌমিক প্রমুখ।