নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
ভারত-বাংলাদেশ যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান এসপিএস এগ্রোটেক লিমিটেড ঈশ্বরদী ইপিজেডে ৬.৬৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি রাইস ব্র্যান ওয়েল তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। কৃষিভিত্তিক এই পণ্যটি ইপিজেডে উৎপাদিত বৈচিত্র্যময় বিভিন্ন পণ্যের নতুন সংযোজন এবং ইপিজেডে এটিই হতে যাচ্ছে প্রথম রাইস ব্র্যান ওয়েল কারখানা।
প্রতিষ্ঠানটি ধানের তুষ থেকে বছরে ১৫০,০০০ মেট্রিক টন তেল উৎপাদন করবে। কারখানাটিতে ৩৩৭জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং এসপিএস এগ্রোটেক লিমিটেড বুধবার ( ৩০ জুন) ঢাকার বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বেপজার সদস্য (অর্থ এবং বিনিয়োগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) নাফিসা বানু এবং এসপিএস এগ্রোটেক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক চিত্ত মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, এসপিপি, এনডিইউ, এএফডবিøউসি, পিএসসি, জি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
উল্লেখ্য, দেশের ইপিজেডসমূহ রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বৈচিত্র্যায়নের মাধ্যমে পোশাক খাতের উপর একক নির্ভরতার ঝুঁকি কমিয়ে দেশের অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করছে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীও খাদ্য ও কৃষি প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার মাধ্যমে দেশের রপ্তানী খাতকে সমৃদ্ধ করতে আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে বেপজা তার আওতাধীন ইপিজেডসমূহ ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে এই খাতে বিনিয়োগ উৎসাহিত করছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেপজার সচিব মোঃ জাকির হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন এবং মহাব্যবস্থাপক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশিদ আলম ।