বাহিরের দেশ ডেস্ক: ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে ইউক্রেনে প্রায় ৯০ টন ‘মারণাস্ত্র সহায়তা’ পাঠালো যুক্তরাষ্ট্র।
শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত সামরিক সহযোগিতার আওতায় প্রথম চালান এটি। এর মধ্যে ‘সম্মুখসারির প্রতিরক্ষা ব্যবস্থা’র জন্য প্রয়োজনীয় গোলাবারুদ আছে।
ইতোমধ্যে কিয়ভে পৌঁছেছে এই চালান। চলতি সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়ভে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেনের সফরের পর এই সহযোগিতা পাঠালো যুক্তরাষ্ট্র। গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০০ মিলিয়ন মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা প্যাকেজ অনুমোদন করেন।
কিয়ভে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, এই চালান ইউক্রেনের আত্মরক্ষার অধিকারের প্রতি দৃঢ় সমর্থনের বহিঃপ্রকাশ।
এক ফেসবুক বার্তায় মার্কিন দূতাবাস আরও লিখেছে, ‘ইউক্রেনের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং রাশিয়ার আগ্রাসন রোধে যুক্তরাষ্ট্র দেশটির সামরিক বাহিনীকে অব্যাহতভাবে এই ধরণের সামরিক সহায়তা দিয়ে যাবে।’
এদিকে বারবার রাশিয়া অস্বীকার করছে, ইউক্রেনে হামলার পরিকল্পনা নেই তাদের।
সূত্র: বিবিসি।