নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক,এমপি এবং উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম,এমপি।
আজ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন- ” মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তিনি আমৃত্যু কাজ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবেও রেখেছেন দক্ষতার উজ্জ্বল স্বাক্ষর। জাতি তাঁর অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।”
উল্লেখ্য,বুধবার দিবাগত রাত ১ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।