নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম:উৎসবের এ মৌসুমে করপোরেট ক্লায়েন্টদের জন্য বাল্ক ভাউচার ক্রয়ে বিশেষ ছাড় সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা ফর বিজনেস।
এ অফারের আওতায়, ফুডপ্যান্ডা বাংলাদেশের বর্তমান ও নতুন করপোরেট ক্লায়েন্টরা বাল্ক পরিমাণে ভাউচার ক্রয় করতে পারবেন এবং ভাউচারগুলো আসন্ন উৎসব – বিজয় দিবস (১৬ ডিসেম্বর) ও ইংরেজি বছরের শেষ দিন (থার্টি ফার্স্ট ডিসেম্বর) উপলক্ষে তাদের কর্মী, ক্লায়েন্ট, পার্টনার ও ক্রেতাদের দিতে পারবেন।
এ ভাউচারগুলো দিয়ে ফুডপ্যান্ডা প্ল্যাটফর্ম থেকে খাবার ও গ্রোসারি সামগ্রী অর্ডার করা যাবে। যে সব প্রতিষ্ঠান ফুডপ্যান্ডার করপোরেট ভাউচার ক্রয় করতে চায় তাদেরকে এই ই-মেইলে corporate@foodpanda.com.bd যোগাযোগ করতে হবে।